মোঃলিটন মাহমুদ মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিজয় উৎসব উপলক্ষে মাস ব্যপী মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারনের ৫ম দিনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪ টায় উপজেলা সহকারী কমিশনার কার্যালয় সংলগ্ন ইউএনও পার্কে রশুনিয়া ও ইছাপুরা ইউনিয়ন পরিষদের পৃষ্ঠপোষকতায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিরাজদিখান উপজেলা কমান্ড। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল আলম তানভীরের সভাপতিত্বে ও রশুনিয়া ৭নং ওয়ার্ড ইউপি সদস্য জয়ন্ত ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে ৭১ এর মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন, বীর মুক্তিযোদ্ধা শেখ দলিল উদ্দিন আহম্মেদ (দলিল মাষ্টার) ও বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাসনিম আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ মোহন, আনোয়ার হোসেন ভান্ডারী, মোঃ দেলোয়ার হোসেন প্রমূখ।