মতিউর রহমান তালুকদার, পটুয়াখালী জেলা দক্ষিণ প্রতিনিধি:- পটুয়াখালীতে জাতীয় তামাক মুক্ত দিবস – ২০২৩
উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন।
আজ সোমবার (৯ অক্টোবর) বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবে ” জীবনের জন্য, পরিবারের জন্য তামাক কোম্পানীর আগ্রাসন প্রতিহত করুন” এ শ্লোগান নিয়ে দেশব্যাপী তামাক নিয়ন্ত্রন আইন লংঘন; তামাক কোম্পানী বেপরোয়া শীর্ষক সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা আদর্শ মানবসেবা সংস্থা পটুয়াখালী।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আদর্শ মানবসেবা সংস্থার পরিচালক
আফরোজা আকবর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকর্মী শ.ম.দেলোয়ার হোসেন দিলিপ, নারী উন্নয়ন কর্মী মাহাফুজা ইসলাম, আদর্শ সমাজসেবা সংস্থার কো- অর্ডিনেটর মোঃ মাসুূ রানা শিবলী, মাঠ কর্মী মানজুয়ারা বেগম প্রমুখ। সংবাদ সম্মেলনে আফরোজা আকবর বলেন তামাক নিয়ন্ত্রন আইনের ধারা-৫ এ তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচারনা ও পৃষ্ঠপোষকতা সম্পূর্নভাবে নিষিদ্ধ কঠোরভাবে বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবী করেছেন।