ইমদাদুল ইসলাম,মাধবপুর প্রতিনিধি:
মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন পরিষদের আয়োজনে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ই এপ্রিল ) সকাল ১১’টায় ধর্মঘর ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান মো:ফারুক আহমেদ পারুল এর সভাপতিত্বে ও সচিব গুপেশ চন্দ্র শীলের সঞ্চালনায় আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাধবপুর সার্কেলের এএসপি নির্মলেন্দু চক্রবর্তী।
এসময় মাদক চোরা-চালানের বিরুদ্ধে বক্তব্য রাখেন- কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আরিফ হোছাইন।
সরাইল ২৫ ব্যাটালিয়ানের বিজিবি বড়জ্বলা বিওপি ক্যাম্পের হাবিলদার দোলোয়ার হোসেন,
মাধবপুর উপজেলার উপসহকারী কৃষি অফিসার এস এম মেজবা উল আলম চৌধুরী ,প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ জিতু মিয়া, ইউপি সদস্য আশিকুর রহমান মামুন, নাছির উদ্দিন খোকন ও মোঃ ইয়াজ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন-ধর্মঘর বিজিবি ক্যাম্পের হাবিলদার নাজিম উদ্দীন, ইউপি সদস্য সোহরাব হোসেন, মজিবুর রহমান, বিল্লাল মিয়া, বাহারুল ইসলাম, মহিলা সদস্য মোছা:লিজা সুলতানা, রুভিনা বেগম ও সাংবাদিক জাকির হোসেন প্রমূখ।