অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ শিল্পপতিদের শিক্ষা ও গবেষণায় বিনিয়োগের আহ্বান জানালেন ।

.jpg

আজ রবিবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির লেদার, লেদারগুডস এন্ড ফুটওয়্যার ম্যানেজমেন্ট ডিপ্লোমা গ্রাজুয়েটদের সমাপনী অনুষ্ঠানে শিল্পখাতে দক্ষ প্রযুক্তি ও জ্ঞানের ঘাটতি কমাতে শিল্পপতিদের শিক্ষা ও গবেষণায় বিনিয়োগের আহ্বান জানালেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির আবাসিক প্রতিনিধি হো ইয়ান জং, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, লেদার ও ফুটওয়্যার ইন্ড্রাস্টি এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মো. নাজমুল হাসান, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মোঃ ওয়ালিদ হোসেন, এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ডিপ্লোমাইন লেদার, লেদারগুডস এন্ড ফুটওয়্যার ম্যানেজমেন্ট এর প্রোগ্রাম ডিরেক্টর, অধ্যাপক ড. তানবীর আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ডিপ্লোমা গ্রাজুয়েট ছাড়াও শিক্ষক, কর্মকর্তা, অর্থ মন্ত্রনালয়ের কর্মকর্তা, এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবি’র অনেকেই অংশগ্রহণ করেন।
অর্থ উপদেষ্টা বলেন, ‌‘বিল গেটস কিংবা ইলন মাস্ক নিজেরাই সব উদ্ভাবন করেননি, তারা দীর্ঘ মেয়াদে গবেষণায় বিনিয়োগের মাধ্যমে সাফল্য পেয়েছেন। অথচ আমাদের দেশের ব্যবসায়ীরা দক্ষ জনশক্তির অভাব বলে অভিযোগ করেন কিন্তু তারা শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে কোনো বিনিয়োগ করেন না।’

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top