লিটন মাহমুদ (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে হাজী আবুবকর সিদ্দিক আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম হাজী জয়নাল আবেদীন মাষ্টার স্মৃতি সংসদের উদ্যোগে ১ম বারের মতো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার দুপুর ৩ টায় সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের হাজী আবুবকর সিদ্দিক আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
মোঃ আবুল কাশেমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আবুবকর সিদ্দিক আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির আজীবন দাতা সদস্য, আলহাজ্ব আনিসুর রহমান খোকন,এবং বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির আজীবন দাতা সদস্য,আলহাজ্ব কামরুজ্জামান বাবুল, মাহমুদুল হাসান আসিফ, ইমনারুল হাসান আবির,অপূর্ব।
এই সময় আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ এ.এ.এম মহসিন মাস্টার , জনাব জাহাঙ্গীর হোসেন মাস্টার, আবু ফজল বেপারী, মোঃমফিজুল হক, ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ জনাব মাসুদ পারভেজ, মোঃজামাল হোসেন, নুরুল আমিন, হাজী আবুবক সিদ্দিক আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীরোদ রঞ্জন রায়, সহকারী প্রধান শিক্ষক, আব্দুল হান্নান এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ ও হাজী আবুবকর সিদ্দিক আদর্শ উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির শিক্ষানুরাগী সদস্য (কো-অপ্ট) হোসাইন মোহাম্মদ ইমান, আব্দুল্লাহ আল মামুন, মোঃ মেজবাউল, আলামিন প্রমুখ।
এই টুর্নামেন্টে নবম শ্রেণি বনাম দশম শ্রেণি অংশ নেয়,নির্ধারিত ৫০ মিনিটের খেলায় ০১-০ গলে নবম শ্রেণীকে হারিয়ে দশম শ্রেণী বিজয় লাভ করে,পরে বিজয় দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।