হবিগঞ্জ জেলার মাধবপুর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র এবং টাকা সহ ০২ জন গ্রেফতার

received_953427245747731.jpeg

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,ইমদাদুল ইসলাম :

হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন সিলেট ঢাকা হাইওয়ে রোডস্থ মীরনগর হতে মাধবপুর বাজারে হার্ডওয়ার ব্যবসায়ী সুভাষ ভৌমিক এর পিকআপ এর ড্রাইভার নয়ন দেবনাথের কাছ থেকে আড়াই লক্ষ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার ৬ ঘণ্টার মধ্যে মাধবপুর থানার ওসি তদন্ত জনাব আতিকুর রহমান সাহেবের নেতৃত্বে এস আই মনিরুজ্জামান এসআই তরিকুল ইসলাম, এ এসআই জিয়া, এ এস আই নুরুল হক, সঙ্গীও ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে মাধবপুর থানার বিভিন্ন স্থান থেকে (১) নাজিম মিয়া, পিতা মোহাম্মদ বাচ্চু মিয়া ২/ ওয়াসিম মিয়া, পিতা মোঃ আবু কালাম উভয় সাং- দক্ষিণ বেজুরা থানা-মাধবপুর জেলা-হবিগঞ্জদেরকে ৫০০০ টাকাএবং ছিনতাই য়ে ব্যবহৃত দেশীয় অস্ত্র সহ আটক করেন। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাধবপুর থানায় দ্রুত বিচার আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top