স্টাফ রিপোর্টার:-
বান্দরবানের কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয় চেওসিম বম (২) কে আটক করেছে র্যাব। চেওসিম বান্দরবান সদর উপজেলার ৪ নং সুয়ালক ইউপির ৬ নাম্বার ওয়ার্ড শারন পাড়া এলাকার মৃত রোয়াল খুব বমের ছেলে বলে জানা যায়।
রোজ রবিবার (৭এপ্রিল) বেলা সাড়ে ৩ টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান র্যাব-১৫ এর লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
রোজ রোববার (৭এপ্রিল) বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের শ্যারনপাড়ার বাসা থেকে তাকে আটক করেন র্যাব। সে জুরভারং পাড়া,খামতাং পাড়া,পাইনক্ষিয়াং ও রৌনিন পাড়ায় কেএমএফ এর নেতৃত্ব দেয় বলে জানাযায়। এসময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২টি এয়ার গান ও উদ্ধার করেন র্যাব।
র্যাব-১৫ জানায়, কেএনএফের কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রধান সমন্বয়ক চেওসিম বম তার ঘরের আলমারিতে লুকিয়ে ছিলেন, সেখান থেকে তাকে আটক করেন র্যাব।