দিন প্রতিদিন ডেক্স : তৃণমূল সাংবাদিকদের প্রাণের সংগঠন সম্মিলিত সাংবাদিক পরিষদ এসএসপির উদ্যোগে ৯ আগস্ট মঙ্গলবার বিকেলে ৪.৩০ টায় জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার হল রুমে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় ।
সভায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এস এম শামছুল আলম নিক্সনের এর সভাপতিত্বে এবং সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল এর পরিচালনায়, অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং ১৫ আগস্টে নিহত সকল শহীদদের স্মরণে তাদের আত্মার মাগফেরাত কামনায় সকলে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করে।
পরবর্তীতে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ ই আগস্ট নিহত সকল শহীদদের নিয়ে স্মৃতিচারণ করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।
নেতৃবৃন্দদের গুরুত্বপূর্ণ আলোচনা শেষে দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
শোক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনিসুর রহমান,শেখ মোঃ ওবাযইদুল কবির, সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম ফারুক মজনু, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম সাদ্দাম, আব্দুল খালেক নান্নু, সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) মোঃ ফারুক হোসেন, (বরিশাল বিভাগ) শহিদুল ইসলাম, (ঢাকা বিভাগ) রিতা আক্তার রিয়া, সহ-সম্পাদক শাহ আলম খান, সাকিব আল কাউসার, সদস্য মোঃ আলো জায়েদী,জামাল হোসেন প্রমুখ।