মোঃ পারভেজ হোসেন:
আগামী ১৫ই জুন সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন। ৮ম ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাহবুবুর রহমান রকসি।
মঙ্গলবার (১৭ মে) বিকেলে উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ উর রহমানের কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় তার সহকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা শেষে তিনি বলেন, আমার জনপ্রিয়তা আছে, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমি আশাবাদী ইউনিয়নের জনগণ আমাকে নির্বাচিত করবে।
উল্লেখ্য আগামী ১৫ই জুন ইভিএমের মাধ্যমে মোগড়াপাড়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজকে মনোনয়ন পত্র জমার শেষ দিনে চেয়ারম্যান পদে ৫জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।