মোঃ ফিরোজ বাউফল প্রতিনিধ:-
পটুয়াখালীর বাউফলে কিশোর গ্যাংয়ের কয়েক সদস্য মোঃ রিফাত মাতব্বর (১৬)নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে জবাই করে হত্যার চেষ্টা চালিয়েছে। ওই শিক্ষার্থীকে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাবার নাম শাহলাম মাসুদ। রবিবার (৬ আগষ্ট) রাত সাড়ে ৭টার দিকে কালিশুরী ইউনিয়নের ছিটকা গ্রামে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়,আহত শিক্ষার্থী বাসা থেকে মাদবর বাজারে যাওয়ার পথে কিশোর গাংয়ের ৫-৬ সদস্য তার পথরোধ করে প্রথমে এলোপাতাড়ি ভাবে ছুরিকাঘাত করে । একপর্যায়ে তাকে জবাই করে হত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে চলে যায়। স্থানীয়রা আহত শিক্ষার্থীকে উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.এএসএম সায়েম জানান,রিফাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে বাউফল থানার ওসি (তদন্ত) মোঃ মিজানুর রহমান বলেন, ‘ঘটনাটি আমি জেনেছি। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
০৭.০৮.২৩
মোঃ ফিরোজ
বাউফল উপজেলা প্রতিনিধি
০১৯১৬২৩৪৬৩১