দিন প্রতিদিনের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান

received_1420801665376197.jpeg

দিন প্রতিদিন ডেস্ক :
ঢাকা থেকে প্রকাশিত দৈনিক দিন প্রতিদিন পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী ৩০ জুলাই ২০২৩ ইং তারিখ ঢাকার সেগুনবাগিচায়, কচিকাঁচা মেলার হল রুমে আলোচনা সভা ও মানগো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মানিত প্রতিমন্ত্রী জনাব ডাক্তার এনামুর রহমান ।
গতকাল রাত ১০টায় তার বাসভবনে পত্রিকার নির্বাহী সম্পাদক জালাল উদ্দিন জুয়েল, সিনিয়র সহকারী সম্পাদক ফরিদ চিশতিয়া, সহ নির্বাহী সম্পাদক গাজী ওমর ফারুক মন্ত্রী মহোদয়ের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন। এ সময় তাকে পত্রিকার পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার একটি আমন্ত্রণপত্র প্রদান করা হয়। মন্ত্রী মহোদয় তাদের আমন্ত্রণপত্র গ্রহণ করেন এবং অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top