মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,ইমদাদুল ইসলাম:-
মাধবপুরের শিমুলগড় ছাতিয়ান সড়কে আত্মীয় বাড়ি থেকে বিয়ের দাওয়াত খেয়ে বাড়িতে ফেরার পথে আকস্মিকভাবে বজ্রপাতের শিকার হয়ে আজ ২৯ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে একই পরিবারের সাদিয়া ও শান্তা নামে দুজনের মৃত্যু ঘটে।
গুরুতর আহত অবস্থায় শারমিন আক্তার কে উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
স্থানীয় এলাকাবাসী শেখ ফখরুল জানান, ছাতিয়ান দক্ষিণ গ্রামের রহমত আলীর স্ত্রী শারমিন আক্তার ৩৬, পুত্রবধূ শান্তা আক্তার ২১, ও নাতনি সাদিয়া আক্তার ১২ নিয়ে শিমুলঘর গ্রামের ছেনু মিয়ার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আহসান জিসান জানান মর্মান্তিক বজ্রপাতে নিহত পরিবারকে সরকারি তহবিল হতে সাহায্যের আশ্বাস দিয়েছেন ও দুর্ঘটনা কবলিত পরিবারের সার্বক্ষণিক খোঁজ খবর নিয়ে যাচ্ছেন।
এদিকে মাধবপুর উপজেলা ৫০ শ্রদ্ধা বিশিষ্ট সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ রকিকুল ইসলাম খান নিহত দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মাধবপুর থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান বলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা পালের অনুমতিক্রমে মরদেহ আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হবে।