অতিরিক্ত বাসভাড়া আদায়ের প্রতিবাদে ভূরঘাটা ষ্টান্ডে শান্তিপূর্ণ মানববন্ধন।

received_5191368560916977.jpeg

(মাদারীপুর ডাসার) প্রতিনিধি,মোঃ হেমায়েত হোসেন খান:
অতিরিক্ত বাস ভাড়া নেয়ার প্রতিবাদে মাদারীপুরের কালকিনি ডাসার উপজেলার ভূরঘাটাব বাসষ্টান্ডে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করা হয়েছে। আজ রোববার সকালে ৫ শতাধিক বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের অংশ গ্রহণে কালকিনি-ডাসার সচেতন মহলের ব্যানারে ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা বাসস্টান্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানাগেছে, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে কালকিনি ডাসারের,ভাঙ্গাব্রীজ,
পাথুরিয়ারপাড়,ভূরঘাটারর উপর দিয়ে ছেড়ে আসে বিভিন্ন প্রকারের বাস। আবার ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে বরিশালের উদ্দেশ্যে কালকিনি ডাসারের পাথুরিয়ারপাড় ভূরঘাটার উপর দিয়ে যাত্রী নিয়ে ছেড়ে আসে বিভিন্ন বাস। ওই বাসগুলো কালকিনি-ডাসারের ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে কম ভাড়া না নিয়ে তারা বরিশালের ভাড়া আদায় করে থাকেন। এ ছাড়া পদ্নাসেতু উদ্বোধন হওয়ার পরে বিভিন্ন লোকাল বাসগুলো অতিরিক্ত ভাড়া আদায় করে আসছে বলে অভিযোগে উঠেছে। এ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পরেন সাধারন মানুষ।
আন্দোলনকারী ব্যবসায়ী মহিউদ্দিন বাবু ও ব্যবসায়ী মোঃ জামাল শরীফ বলেন, সরকার কর্তৃক নিধারিত প্রতি কিলোমিটার ১.৮০ টাকা ভাড়া নেয়ার কথা থাকলেও অনেক বাস তার থেকে দুই গুন ভাড়া আদায় করছে। আমরা কালকিনি,ডাসার উপজেলার ভূরঘাটা থেকে ঢাকা গেলে বাসগুলো আমাদের কাছ থেকে বরিশালের থেকে ঢাকার ভাড়া আদায় করছে। এতে করে আমরা যাত্রীরা জিম্মি হয়ে পড়েছি।
এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক বেল্লাল হোসেন, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক শাহাজালাল হাওলাদার,সহ ডাসার উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মোঃ হেমায়েত হোসেন খান, কালকিনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন, সম্পাদক বিএম হানিফ, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এম মিলন, ভুরঘাটা প্রেসক্লাবের সভাপতি জাফরুল হাসান, সম্পাদক নাসিরউদ্দিন লিটন ফকির, ভুরঘাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক হারুন অর রশিদ, ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ লাহিদ সম্পাদক আজাদ, সাংবাদিক রতন দে, মোঃ হেমায়েত হোসেন খান,কাজী নাফিস ফুয়াদ,শামীম হোসাইন, লিয়াকত হোসেন, রাজু আহম্মেদ,রায়হান রুবেল,ভুইয়া সাদ্দাম,লিপু ফকির, সৈয়দ শামীম, কাজী রায়হান, সুমন প্রমুখঃ

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top