ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, সম্পাদক মাসুম

received_1026810208349348.jpeg

গাজী ইব্রাহিম খলিল নারায়নগঞ্জ প্রতিনিধিঃ
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লা প্রেস ক্লাবের হলরুমে দুই বছর মেয়াদি এই কমিটি গঠন করা হয়।

কমিটি ঘোষণা করেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন। এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সাবেক সহ-সভাপতি শিল্পপতি মোহাম্মদ আলীসহ নারায়ণগঞ্জ ও ফতুল্লার বিশিষ্টজনেরা।

নতুন কমিটির সহ-সভাপতি সেলিম মুন্সি (দৈনিক যায়যায়দিন), পিয়ার চাঁন (দৈনিক সচেতন), যুগ্ম সম্পাদক আলামিন প্রধান (দৈনিক যুগান্তর), কোষাধ্যক্ষ শাকিল আহমেদ ডিয়েল (নারায়ণগঞ্জের খবর), সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন (দৈনিক অগ্রবাণী), দফতর সম্পাদক মো: বদিউজ্জামান (বিজয় টিভি), প্রচার সম্পাদক মাসুদ আলী (দৈনিক ডান্ডিবার্তা), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প ম আজিজ (দৈনিক প্রভাত)।

কার্যকরী সদস্যরা হলেন রিয়াদ মো: চৌধুরী (আমাদের নারায়ণগঞ্জ ), মো: রাশেদ (নারায়ণগঞ্জ মেইল), মো: সেলিম হোসেন (নারায়ণগঞ্জের খবর)।

আগামী দুই বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।
ফতুল্লা প্রেস ক্লাবের আবদুর রহিমকে (দৈনিক শেয়ার বিজ/দৈনিক ডান্ডিবার্তা) সভাপতি এবং নিয়াজ মো: মাসুমকে (দৈনিক সোজাসাপটা/নারায়ণগঞ্জ টাইমস) সাধারণ সম্পাদককে করে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top