স্টাফ রিপোর্টার,ইমদাদুল ইসলাম:-
জেলা পুলিশের সুযোগ্য অভিভাবক চৌকস পুলিশ সুপার জনাব আক্তার হোসেন, বিপিএম-সেবা মহোদয় অত্র জেলায় যোগদানের পর মহোদয়ের নির্দেশে হবিগঞ্জ জেলা পুলিশ মাদক ও চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে কাজ করে যাচ্ছে। তাছাড়াও অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় নিরলস ভাবে কাজ করছে জেলা পুলিশ হবিগঞ্জ।
তাছাড়াও বিচক্ষণ পুলিশ সুপার জনাব আক্তার হোসেন, বিপিএম-সেবা মহোদয়ের নেতৃত্বে জেলায় সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, হবিগঞ্জ সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় মাধবপুর থানাধীন মাধবপুর পৌরসভাস্থ মাধবপুর সড়ক ও জনপথ বিভাগের ডাক বাংলোর উত্তর পাশে পাকা রাস্তার উপর জামে মসজিদ সংলগ্ন হতে অদ্য ০২/০৫/২৪ইং তারিখ দুপুর ১৩.৩৫ ঘটিকার সময় ১০টি চেয়ারের ভাজে ভাজ করা অবস্থায় (১) খাকি রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো ০৯টি পুটলা, প্রতিটি পুটলায় ১ কেজি করিয়া (১x৯)=৯ কেজি গাঁজা, যার মূল্য অনুমান ৯০,০০০/-টাকা, (খ) ১০টি হাতা ওয়ালা প্লাষ্টিকের চেয়ার, যার ০৮টি লাল রংয়ের ও ০২টি হালকা সবুজ রংয়ের চেয়ার, যার মূল্য অনুমান-৩,০০০/-টাকাসহ সর্বমোট-৯৩,০০০/-টাকাসহ উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী ও পরিবহনকারী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।