গাজীপুরে অপহরণের এক মাস পর ৮ মাসের শিশু উদ্ধার

received_950434556541838.jpeg

রিপোর্টার,মো:আব্দুল হামিদ:-
গাজীপুরে অপহরণের এক মাস পর ৮ মাসের শিশু আব্দুল্লাহ আল নোমানকে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়।বৃহস্পতিবার (২ মে) দুপুরে গাজীপুর মহানগর পুলিশের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান উপকমিশনার আবু তোরাব মো. শামছুর রহমান।শিশু অপহরণের ঘটনায় গ্রেপ্তাররা হলেন- বগুড়া জেলার সারিয়াকান্দি থানার পাইকরতলী গ্রামের লুৎফর রহমানের ছেলে আবু সাঈদ ওরফে সুমন (৪০) ও তার স্ত্রী মোসা. আইরিন (৩৪)।পুলিশ জানায়, শিশু আব্দুল্লাহ আল নোমানের মা মনিরা আক্তার রুমা ও অভিযুক্ত আইরিন সিটি করপোরেশনের বাসন থানার নাওজোড় এলাকায় স্থানীয় মোক্তার হোসেনের বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। গত ৩ এপ্রিল দুপুরে রুমা তার শিশু সন্তানকে গোসল শেষে রুমে শুইয়ে রেখে জামা-কাপড় ধুতে বাথরুমে যান। রুমে ফিরে সন্তানকে দেখতে না পেয়ে আশেপাশের ভাড়াটিয়াসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে দেখতে পান তার পাশের রুমের ভাড়াটিয়া আইরিন তার রুমে নেই এবং তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।এ ঘটনায় শিশু অপহরণের অভিযোগে বাসন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।মামলা দায়েরের পর আসামি আইরিনের স্বামী আবু সাঈদ ওরফে সুমনের বাড়ি কুড়িগ্রাম জেলায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top