স্টাফ রিপোর্টার:-
৫ বছর পর হবিগঞ্জের মাধবপুরে হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়েশা আক্তার নামে এক হতদরিদ্র মহিলার বন্দোবস্তের জমির দখল উদ্ধার হয়েছে। আজ অফিসিয়াল প্রক্রিয়া শেষে জেলা প্রশাসক মাধবপুরের উপজেলা ভূমি অফিসকে ব্যবস্থা নিতে বলেন। এর ভিত্তিতে আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ জুনায়েদ আহমেদ, মনতলা ভূমি অফিসের তহশিলদার মুজিবুর রহমানসহ ভূমি কর্মকর্তা-কর্মচারীদের একটি টিম ওই জমি অনুসন্ধান করে ভুক্তভোগীকে আয়েশা আক্তারকে হস্তান্তর করেন।
সুদীর্ঘ ৫ বছর পর হলেও বন্দোবস্তের জমির দখল পেয়ে আনন্দে আত্মহারা হতদরিদ্র ভূমিহীন আয়েশা বেগম। তিনি উপজেলার বহরা ইউপির উত্তর উত্তরশিক গ্রামের আইয়ুব খান মোড়ের বাসিন্দা।
আয়েশা বেগম জানান,অর্ধযুগ পরে হলেও আমি আমার জমির দখল পেয়েছি।কিন্তু এখন পর্যন্ত আমার ঘরের উপর বিপদজ্জনক একটি সরকারি মরা গাছ অপসারণ করার প্রতিকার পাচ্ছি না। আমি আশা করি এ বিষয়েও প্রশাসন ব্যবস্থা নেবে।
স্থানীয় ইউপি সদস্য মোশাররফ হোসেন জানান, আজ আয়েশা বেগমের বন্দোবস্তের ভূমিটুকুন উদ্ধার হয়েছে। আমরা জনপ্রতিনিধিরাও পাপমুক্ত হলাম । আমরা সবাই মিলে চাইছিলাম এটি উদ্ধার হোক।মহিলাটির অনেক বড় উপকার হলো আজ।
ভূমি অফিসে তহশিলদার মুজিবুর রহমান জানান,আমরা আগে থেকেই বিষয়টি জানতাম।আমরা সরাসরি দখল উদ্ধারের এখতিয়ার রাখি না।এবার সরাসরি জেলা প্রশাসন থেকে নির্দেশনা আসায় আমরা মহিলাকে ওই জমিটুকুনের দখলনামা সহ