মাহে রমজান মাস উপলক্ষে মাসব্যাপী ইফতার বিতরণ করছেন পুলেরঘাট সমাজ‌সেবা ফাউন্ডেশন।

received_7255074771206806.jpeg

মোঃ সুমন মিয়া,জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ:-

কিশোরগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মাসব্যাপী পথচারী রোজাদার অসহায় দরিদ্রদের ও সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ শুরু করেছে পুলেরঘাট সমাজসেবা ফাউন্ডেশন নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
যার আর্থিক সহায়তা করছেন পুলেরঘাট সমাজসেবা ফাউন্ডেশন এর দাতা সদস্যবৃন্দ শনিবার (১৬মার্চ) কিশোরগঞ্জ,জেলার পাকুন্দিয়া ছোট আজলদী বাজার অসহায় সাধারণ মানুষের মাঝে ৫ম রমযানে ইফতার বিতরণ করা হয়। খেটে- খাওয়া রোজাদার,পথে পাবে ইফতার” এই স্লোগানে ইফতার দিচ্ছেন সংগঠনটি। স্থানীয় পথচারীরা ইফতারের প্যাকেট পেয়ে খুশি সামর্থ্যহীন রোজাদাররা পুলেরঘাট সমাজ‌ সেবা ফাউন্ডেশন নামক সংগঠনটি এটি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন।
এ সময় পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন সংগঠনের সভাপতি মোঃ সুমন মিয়া,সহ-সভাপতি সাংবাদিক মোঃ সোহেল মিয়া সাধারণ সম্পাদক হাকিম রফিকুল ইসলাম, এছাড়াও সংগঠনের সদস্য মোঃ নুরুল আমিন নুরুল্লাহ, মোঃ ওবায়দুল্লাহ , মোঃ রাজু আহমেদ রাজু,সহ‌ প্রমুখ।

সংগঠনের সভাপতি মোঃ সুমন মিয়া বলেন, আমরা কয়েজন সদস্য ২০২৩ সাল থেকে প্রতি রমযানে এই আয়োজন করে থাকি। আমাদের লক্ষ্য আর্থিক অনটন ওনিত্যপণ্যের উচ্চমূল্যে কষ্টভোগী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা। সবচেয়ে বড় কথা হচ্ছে ইফতার বিতরণের মাধ্যমে মনে বেশ প্রশান্তি পাই তাই আমরা প্রতি বছর এ আয়োজন করে থাকি।

পুরো রমজান মাস জুড়ে কিশোরগঞ্জ পাকুন্দিয়া পুলেরঘাট এর আশেপাশে ইফতারের কার্যক্রম অব্যাহত থাকবে।আমাদের এই কার্যক্রমে যদি স্বেচ্ছায় কেউ অংশ গ্রহন করে তাহলে করতে পারবে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top