আব্দুল কাদির খান :-
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা বাগিয়া বাজার ফার্নিচার দোকানে কথা কাটাকাটি করে নিহত হয়েছে ১ জন। গত কাল সনি বার ১৬ ই মার্চ বেলা অনুমান ০৯:৩০ ঘটিকার সময় নিহত মোস্তফা খালাসী (৪৫), পিতা- মৃত শফি খালাসী, সাং- হাটখান, ঘটনা স্থান বাঘিয়া বাজারস্থ শামীম হাসান ওরফে শিপলু এর ফাইভ স্টার মার্কেটের ফার্নিচারের টোন কাটিং এর কাজ করার সময় আসামি রাজন শিকদার (২৫), পিতা- মোঃ নাসির শিকদার, সাং- নোয়াদ্দা ঢালিকান্দি, থানা- মুন্সীগঞ্জ সদর, জেলা- মুন্সীগঞ্জ দোকানে কাঠের ফার্নিচারের নকশার টোন এর কাজ করাতে এসে কথা কাটাকাটির একপর্যায়ে নিহতর অন্ডকোষে হাত দিয়ে চাপ মারলে দোকানের ভিতরেই ঢলে পড়ে। আশপাশের দোকানদাররা এসে মাথায় পানি ঢালে এবং টংগিবাড়ী থানা পুলিশকে সংবাদ দেয়। দোকানের মধ্যেই মৃত্যু বরণ করে।নিহত মোস্তফাকে নিয়ে অন্যান্য দোকানদাররা যখন ব্যস্ত তখন সুকৌশলে আসামি রাজন ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ জনাব মোল্লা সোহেব আলী সহ অফিসার ও ফোর্স ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তর পূর্বক লাশ থানায় নিয়ে যান।