সর্বশেষ

তিতাসের দুধঘাটা মাদ্রাসায় ১০টি সিলিং ফ্যান দিলেন “তিতাস তাকওয়া ফাউন্ডেশন”

received_1360310141157098.jpeg

মোঃ জুয়েল রানা, স্টাফ রিপোর্টারঃ

স্বেচ্ছাসেবী দ্বীনি সংগঠন “তিতাস তাকওয়া ফাউন্ডেশন” এর পক্ষ থেকে কুমিল্লা তিতাস উপজেলার দুধঘাটা নূরে মোহাম্মদী (সঃ) দাখিল মাদ্রাসায় ১০ টি সিলিং ফ্যান উপহার দেওয়া হয়েছে।

শনিবার (১১ জুন) দুপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়া এবং বিদ্যালয়কে একটি আধুনিক মানসম্মত যুগোপযোগী মডেল বিদ্যালয় হিসেবে গড়ে তুলার লক্ষে উক্ত ফ্যানগুলো মাদ্রাসার সহ-সুপার ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন হাতে উপহার হিসেবে তুলে দেন সংগঠন সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি ও অত্র মাদ্রাসার ইংরেজি শিক্ষক মোঃ সোলেমান হাসান, সাংগঠনিক সম্পাদক সজিব সরকার, সুহৃদ সদস্য মনির হোসেন, জুয়েল রানা, মোকবুল হোসেনসহ মাদ্রাসার শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যরা।

ফ্যান উপহার পেয়ে মাদ্রাসার সহ-সুপার সৈয়দ আবদুল হালিম বলেন, আমাদের মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য তিতাস তাকওয়া ফাউন্ডেশন সিলিং ফ্যান উপহার দেওয়ায় মাদ্রাসার পক্ষ থেকে সংগঠনের সভাপতিসহ সকল সদস্যকে জানাই আন্তরিক ধন্যবাদ। এবং এই সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করি।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহজালাল সরকার বলেন, আমাদের সংগঠনের লক্ষ হলো মানুষের পাশে থাকা। সে লক্ষকে সামনে রেখে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা গুলোতে চেষ্টা করছি সাধ্যমত উপহার দিয়ে শিক্ষার্থীদের পাশে থাকতে। এট আমাদের ঈমানি দায়িত্ব ও কর্তব্য বলে মনে করি।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *