সোনারগাঁওয়ে তানভির পেপার মিলে শাকিল নামে এক শ্রমিকের মৃত্যু

received_959581341374853.jpeg

মোঃ পারভেজ হোসেন:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে মেঘনা শিল্পনগরী এলাকায় তানভীর পেপার মিলসে শাকিল আহমেদ (১৭) নামে একজন শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (১১ জুন) সন্ধ্যা ৬ ঘটিকায় মেঘনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান তানভীর পেপার মিলসের পাল্প মেশিনের ভিতরে পরলে প্রায় ২ঘন্টা পর তার লাশ উদ্ধার করা হয়৷

নিহত শাকিল রংপুর জেলার কাউনিয়া থানার আরাজিয়া হরিশ্বর গ্রামের সুরুজ্জামানের ছেলে। সে ঝাউচর এলাকায় মকবুলের বাড়ির ভাড়াটিয়া।

তানভীর পেপার মিলসের কন্ট্রাক্টর দেলোয়ার হোসেন বলেন, শাকিল আহমেদ (১৭) আমার দায়িত্বে তানভীর পেপার মিলে কাজ করতেন। আজ অসাবধানতা বশত পাল্প মেশিনে পরে নিহত হয়েছে। পরে আমরা মেশিনের অপারেটরদের সহযোগিতায় লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি।

শাকিলের দুলাভাই জানান, আমরা দূর্ঘটনার খবর পেয়ে তানভীর পেপার মিলের গেটে আসলে সিকিউরিটি গার্ড আমাকে শাকিলের মৃত্যুর ঘটনা গোপন করে এবং আমাকে লাশ নিতে ভিতরে ডুকতে বাঁধা দেয়। গণমাধ্যম কর্মীরা আসলে তাদের মাধ্যমে আমি ভিতরে ডুকে ঘটনার বিস্তারিত জানতে পারি। আমরা এখনো লাশ বুঝে পাইনি।

সোনারগাঁ থানার তদন্ত ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনা এইমাত্র জানলাম লাশ উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনি পুলিশ পাঠাচ্ছি।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top