স্টাফ রিপোর্টার:-
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ি বলেন বিবির বাগিচার সবুজ বিদ্যাপীঠে স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাত্তার (সাবেক লাইব্রেরিয়ান) পদত্যাগের দাবি ধরে আন্দোলন করছে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
বুধবার (২১ আগস্ট) সকাল থেকে বৃষ্টিতে বিজে সাবেক লাইব্রেরিয়ান বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।
বিক্ষুব্ধ শিক্ষার্থী আর শিক্ষকরা একদফা দাবি করছি তিনি পদত্যাগ না করলে আমরা তার বিরুদ্ধে আইনের আশ্রয় নেব।
এ ব্যাপারে কথা বলতে সাবেক লাইব্রেরিয়ান বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষক সাত্তারের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এমনকি তার মোবাইলে সাংবাদিক পরিচয় দিয়ে ক্ষুদে বার্তা পাঠানো হলেও তিনি কোনো সাড়া দেননি।