দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার টু বাশতলা প্রর্যটন এলাকায় গোরতে যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ে দোয়ারাবাজার সড়কের ব্রিটিশ পয়েন্টের সগলগ্নে যাইতেই দুই মোটরসাইকেল মুখো মুখি সংঘর্ষে ১ জনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ও ৩ জনের গুরুতর আহত হয়েছে।
শুক্রবার দুপুরে ছাতক উপজেলার বাগাইন দুলারবাজার ইউনিয়নের রুহুল আমিনের মোটরসাইকেলে মৃত্যুঃ জাহির উদ্দিন পুত্র এখলাছ মিয়া ২৭ এক সঙ্গের সাথী হিসাবে বাশতলা সীমান্ত এলাকায় বেড়াইতে গিয়ে রাস্তায় দুই মোটরসাইকেল মুখো মুখি সংঘর্ষে ঘটনাস্থলে একলাছ উদ্দিন প্রান হারায় মোটরসাইকেল ড্রাইভার রুহুল আমিনের পাঁ ভেঙ্গে গিয়াছে। আরও আহত হয়েছেন সোনাফর আলীর পুত্র ৩/নুরুল হক ৩০ মৃত্যুঃ সোলেমান মিয়ার পুত্র ৪/আনছর আলী ৩৫ সাং বড়খাল বাংলাবাজার কে দোয়ারাবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাঃ সাজ্জাদুর রহমান মেডিকেল অফিসার,আহতদের আশংকাজনক হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এবিষয়ে দোয়ারাবাজার থানা পুলিশ নিহত এখলাছ উদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।