দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি::
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দোয়ারাবাজার উপজেলা জাপা’র সভাপতি, ছাতক-দোয়ারাবাজার আসনে জাপা’র মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম দিনব্যাপী দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারে গণসংযোগ করেছেন।
বুধবার উপজেলার বাংলাবাজারে গণসংযোগকালে আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম বলেন, আমার দল জাতীয় পার্টি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। গ্রহণযোগ্য নির্বাচন হলেই সমাজে জবাবদিহিতা নিশ্চিত হবে এবং জবাবদিহিতা নিশ্চিত হলেই রাষ্ট্রে প্রজাতন্ত্র সফল হয়। কারণ, প্রজাতন্ত্র হচ্ছে প্রজারাই রাষ্ট্রের মালিক। তারা দেশ পরিচালনার জন্য পছন্দমতো প্রতিনিধি নির্বাচন করবেন, আবার প্রজাদের ইচ্ছের বিরুদ্ধে কাজ করলে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি পরিবর্তন করতে পারবেন। দেশে সুশাসন নিশ্চিত করতে হলে আইনের শাসন ও ন্যায়বিচার-ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
তিনি আরও বলেন, একদলীয় নেতৃত্ব পরিবর্তন ঘটিয়ে ছাতক-দোয়ারাবাজার আসনে জাপার মনোনীত প্রার্থীকে বিজয়ী করলে জনগণের কাঙ্খিত উন্নয়ন সাধিত হবে। এই অঞ্চলে উন্নয়নের নামে লুটপাট চলছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি জাপা’র মনোনয়ন পেলে এবং জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি জনগণের কাছে থেকে দুই উপজেলাকে মডেল উপজেলায় রুপান্তরিত করবো। আমি সকলের সহযোগিতা কামনা করি।
গণসংযোগকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাপা’র সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হেলালী, সুরমা ইউনিয়ন জাপা’র সভাপতি ইকবাল হোসেন বুলু, হোসাইন মিয়া, আবু বকর ছিদ্দিক, সোহেল মিয়া প্রমুখ।