রিদওয়ানুল হক,স্টাফ রিপোর্টার:
আজ ২৬ ই আগস্ট হাজার বছরের সর্বশ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ৪৮ নং ওয়ার্ড ছাত্রলীগ যাত্রাবাড়ী থানা ঢাকা মহানগর দক্ষিণ এর উদ্যোগে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিন ব্যাপী এই আয়োজনে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও গরীব দুস্তদের মাঝে তবারক বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হারুনুর রশিদ মুন্না,সাধারণ সম্পাদক, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ। তাঁর বক্তব্যে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর মোঃআবুল কালাম অনু, সাধারণ সম্পাদক ৪৮নং ওয়ার্ড আওয়ামী লীগ , ঢাকা মহানগর দক্ষিণ। বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ গিয়াস উদ্দিন গেসু, সভাপতি ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ,ঢাকা মহানগর দক্ষিণ। প্রধান বক্তা ছিলেন মো:আতিকুর রহমান সভাপতি, যাত্রাবাড়ী থানা ছাত্রলীগ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ ইমরান হোসেন সভাপতি, ৪৮ নং ওয়ার্ড ছাত্রলীগ।