মোঃ আবু বকর,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :-
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৭৫ বছরের এক বৃদ্ধা নারী উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের কলিম উদ্দিনের স্রী গুলো বিবি ৭৫ দিনমজুর হওয়ায় জীবন জীবিকার তাগিদে বাড়ী থেকে বাহির হয়ে রাস্তায় পাথরের উপর পরে গিয়ে কোমরের এক পাশ্বে ভেঙ্গে যায়।
এক্সিডেন্টের খবর পেলে বৃদ্ধা নারী গুলো বিবিকে নিয়ে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে অনেক দিন যাবত চিকিৎসা করার পর গুলো বিবির অনেক টা ভালো হওয়ার পথে ছিল।কিন্তূ টাকা পয়সার অভাবে তিনির সম্পূর্ণ চিকিৎসা করাইতে ফেমিলীর পক্ষে সম্ভব হয়নি বিধায় তাকে বাড়ীতে নিয়ে আসছেন
গুলো বিবির ছেলে মোঃ জাকির হোসেন বলেন,আমি একজন গরীব অসহায় মানুষ। আমার ছেলে মেয়ে ভাইদের কে নিয়ে চলতে আমার অনেকটা হিমসিম খাইতে হচ্ছে।তাঁর পরও আমার মাকে নিয়ে অনেক দিন মেডিকেল ভর্তি ছিলাম।
টাকার জন্য আমার মাকে শূস্হ চিকিৎসা দিতে পারছি না।
সংরক্ষিত মহিলা ইউ/পি,সদস্য বকুল আক্তার বলেন,গুলো বিবির চিকিৎসার জন্য আমরা বাজার কালেকশন করে টাকা তুলে দিয়েছি।এবং আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা প্রয়োজন আমি গুলো বিবির জন্য জীবন দিয়ে সহযোগিতা করব। দেশবাসীর কাছে আবেদন করছি গুলো বিবি একজন অসহায় মানবেতর জীবনযাপন করছে তাঁর চিকিৎসার জন্য আপনারা সকলেই সহযোগিতা করুন আপনাদের একটু আর্তিক সহযোগিতায় তাঁর জীবন বেঁচে যাবে।অসহায়ের প্রতি দেশ-বিদেশ থেকে কেহ চিকিৎসার টাকা দিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন :০১৩০২৭০৬১৭৮ ।