নিজস্ব প্রতিবেদকঃ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে দেখা যাচ্ছে একজন দায়িত্বরত ট্রাফিক বিভাগের সার্জেন্ট একজন সাংবাদিকের সাথে মারমুখী আচরণ করছে। এসময় ভিডিওতে আরও দেখা যায় যে ঐ সার্জেন্ট অত্যন্ত রাগান্বিত হয়ে সাংবাদিকের মুখের সামনে হাত তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করছে।
উক্ত ঘটনার খোঁজ নিয়ে জানা যায় যে, গত ১৩-০৯-২৩ ইং তারিখ রায়েরবাগ বাসস্ট্যান্ডে ডিউটিরত সার্জেন্ট হাসানাত এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পায় সাংবাদিক মোস্তাফিজুর রহমান। এ ব্যাপারে দৈনিক অগ্নিশিখার সিনিয়র সাংবাদিক মোঃ মোস্তাফিজুর রহমান তদন্তকালীন সময়ে চাঁদাবাজির সত্যতা খুঁজে পায়। বিষয়টি জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে সার্জেন্ট হাসানাতের নিকট যাওয়া মাত্রই সাংবাদিকের উপর মারমুখী অবস্থান নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে । সাংবাদিক নিজের আত্মসম্মান রক্ষার্থে অত্র স্হান ত্যাগ করেন বলে জানান সাংবাদিক মোস্তাফিজুর।
সূত্রমতে জানা যায় রায়েরবাগ বাস স্ট্যান্ডে সার্জেন্ট হাসানাত ডিউটিকালীন সময়ে বিভিন্ন গাড়ি যেমন বাস, সিএনজি, মোটর সাইকেল ও ট্রাক ইত্যাদি গাড়ীসমূহ কাগজ দেখার নামে চাঁদা আদায় করেন। নিজস্ব সোর্স দিয়ে হাইওয়ে রাস্তার নীচ থেকে অটোরিকশা আটক করে উপরে হাইওয়ে রাস্তায় নিয়ে যায় তার কিছুক্ষণ পরেই রিক্সা মালিকরা আসলে কোন এক অজানা কারণে তাদের রিক্সাগুলো ছেড়ে দেওয়া হয়। গাড়িগুলো ধরে আনা এবং তা ছেড়ে দেওয়ার কারন জানতে চাওয়ার উদ্দেশ্যে রায়েরবাগে দায়িত্বরত সার্জেন্ট হাসানাতের নিকট যাওয়া মাত্রই কোন প্রশ্ন করার পূর্বেই উল্টো সাংবাদিকের সাথে খারাপ আচরন করেন এবং গালিগালাজ করেন ও মারমুখী অবস্থান নেয়।
উল্লেখ থাকে যে, একজন দায়িত্বরত সার্জেন্ট যদি সাংবাদিকদের সাথে এমন দায়িত্ব জ্ঞানহীন আচরণ করে তাহলে সাধারণ মানুষ এমন পুলিশ সদস্যদের কাছে কেমন সেবা প্রত্যাশা করবে বিষয়টি প্রশ্নবিদ্ধ।
উক্ত বিষয়ে ট্রাফিক ওয়ারী বিভাগের ডেমরা জোনের এসি ট্রাফিক কে মুঠোফোনে অবহিত করা হয়েছে বলে জানান তিনি। উক্ত বিষয়টি উদ্বর্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ জরুরী বলে জানান ভুক্তভোগী সাংবাদিক মোস্তাফিজুর রহমান।