ডাসারে সুদের টাকা না দেওয়ায় বসতঘরের মালামাল লুট থানায় খবর দেয়ায় বেধরক মারপিট

মাদারীপুর ডাসার প্রতিনিধি,মোঃ হেমায়েত হোসেন খান :

মাদারীপুরের ডাসার উপজেলায় সুদের টাকা না দিতে পাড়ায় এক অসহায় পরিবারের ঘরের মালামাল লুট করে নেয় পাওনাদার। এবং ঘটনার বিষয়ে থানা পুলিশকে জানানোর জেরে অসহায় পরিবারকে মারধর করার অভিযোগ উঠেছে পাওনাদারদের বিরুদ্ধে।

গত ১৭ জুন) শুক্রবার সকালে বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া গ্রামে এঘটনা ঘটে। পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেনএবং লুটে নেওয়া মালামাল উদ্ধার করেন।

ঘটনার বিষয়ে পুলিশ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাযায়, মাদারীপুর জেলার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া গ্রামের লতিফ হাওলাদারের ছেলে মোঃ ওবায়দুল হাওলাদারের কাজ থেকে একই গ্রামের মোঃ নজরুল শেখের স্ত্রী মোসাঃ পুতুল বেগম
অধিক লাভে (চার লক্ষ) টাকা নিয়ে তাহার ছেলেকে বিদেশ পাঠিয়ে দেয়।

অধিক সুদের ব্যবসায়ী ওবায়দুল হাওলাদার, সামাদ হাওলাদার, সুজন, লাকি বেগম, নুরজাহান,সম্পা ও সাহিদা বেগম সুদের টাকার জন্য ঐ অসহায় পরিবারের উপর নির্মমভাবে মারধর করে এবং বসতঘরে জোর করে ঢুকে খাট,টিভি,ফ্রিজ,ফ্যান,ও সোকেজ আলমারীসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
পরে অসহায় পরিবার ডাসার থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানালে। ডাসার থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থাল হতে যাওয়ার সাথে সাথে, উক্ত ঘটনার বিষয়ে পুলিশকে জানানোর কারনে ক্ষিপ্ত হইয়া, মোঃ ওবায়দুল হাওলাদারের নেতৃত্বে তার লোকজন মোসাঃ পুতুল বেগম ও তার মেয়ে সাথি বেগমকে বেধরক মারধর করেন এবং সাথি বেগমের হাতে থাকা মোবাইল ও আট আনার স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে্জায়।

পরে ডাসার থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থান পুনরায় পরিদর্শন করেন এবং লুটে নেওয়া মালামাল পুলিশ উদ্ধার করে স্থানীয় গন্যমান্য ব্যাক্তি মোঃ জাফর মাতুব্বারের নিকট জিম্মায় রাখেন।

এ ব্যাপারে ভুক্তভোগী পুতুল বেগম ও সাথি বেগম বলেন,আমরা সুদের টাকা দিতে পারিনাই এই জন্য আজ সকালে আমাদের বসতঘরের মালামাল লুট করে নিয়ে যায়।
পরে আমরা থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানালে। পুলিশ এসে সব কিছু দেখে এবং ঘটনা শুনে যায়। আমাদের মারধরও মালামাল লুটকরে নিয়ে যাওয়ার বিষয়ে আমরা পুলিশকে জানানাের জন্য ওবায়দুল লোকজন নিয়ে আমাদের দুজনকে মারধর করেছেন। আমরা ওদের বিরুদ্ধে মামলা করব।

এ বিষয়ে ডাসার থানার অফিসার ইনচার্জ
মোঃ হাসানুজ্জামান বলেন, মামলা করার জন্য তাহারা থানায় এসেছেন,তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top