মোঃ খাইরুজ্জামান সজিব: বর্ণাঢ্য আয়োজনে ডি,এমপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। ২৬ শে ফ্রেব্রুয়ারী রোজ শনিবার-২০২২ বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী। বিকাল ৩টায় রাজার বাগ পুলিশ লাইনে এক জমকালো অনুষ্টানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি এবং স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড.বেনজীর আহমেদ বিপিএম ( বার)। উক্ত আলোচনা সভাও সাংস্কৃতিক অনুষ্টানে সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার)।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তৃতায় পুলিশের সুনাম করে বলেন, বাংলাদেশ পুলিশ সব সময় অপরিসীম ভূমিকা পালন করে। আমি আশাকরি পুলিশ সামনে আরো ভালো কাজ করবে। আপনারা সকলে পুলিশ কে সহযোগিতা করবেন।