ঢাকার যাত্রাবাড়ীতে র‌্যাব-১০ এর বিশেষ নিরাপত্তা জোরদার

received_329374312920771.jpeg

আবুল কালাম, ঢাকাঃ
সোমবার সকালে রাজধানীর যাত্রাবাড়ীসহ র‌্যাব-১০ এর আওতাধীন এলাকায় নিরাপত্তার স্বার্থে র‌্যাবের মহড়া অনুষ্ঠিত হয়েছে।

র‌্যাব-১০ এর প্রেস ব্রিফিং এ জানানো হয় যে সামপ্রতিক সময়ে বিভিন্ন যোগাযোগ মাধ্যম, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করা যাচ্ছে যে, রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের প্রবনতা বৃদ্ধি পেয়েছে। এই সংক্রান্ত বিষয়ে বিভিন্ন থানায় একাধিক জিডি ও মামলা রুজু হয়েছে। চলমান নিরাপত্তা ব্যবস্থাসহ রাজধানীর ব্যস্ততম বিভিন্ন এলাকায় দেশের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এরই পরিপেক্ষিতে র‌্যাব-১০ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, পেশাজীবী মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত এবং ছিনতাইকারী রোধকল্পে র‌্যাব-১০ এর আওতাধীন ঢাকার যাত্রাবাড়ী, ডেমরা, সায়েদাবাদ বাস টার্মিনাল, গোলাপবাগ, ধোলাইপাড়, মাতুয়াইল, কেরাণীগঞ্জ, বাবুবাজার, ধলেশ্বরী টোলপ্লাজা, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং মুন্সিগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ী জেলায় র‌্যাব-১০ এর দায়িত্বপূর্ণ বিভিন্ন এলাকায় নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ রোবাস্ট পেট্রোল এবং চেক পোস্ট পরিচালনার মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়াও সাদা পোশাকে র‌্যাব-১০ এর গোয়েন্দা সদস্য কর্তৃক গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
র‌্যাব-১০ এর ব্রিফিং এ আরও জানানো হয়েছে যে, সাধারন মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ছিনতাইকারী রোধকল্পে র‌্যাব-১০ এর দায়িত্বপূর্ন এলাকায় টহল দল ও গোয়েন্দা সদস্যরা সদা-সর্বদা সচেষ্ট রয়েছে এবং ভবিষ্যৎ এ নিরাপত্তা নিশ্চিত করার জন্য র‌্যাবের এমন টহল অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top