হবিগঞ্জের দুই উপজেলায় বিএনপির কাছে হারলেন আওয়ামী লীগ।

received_330180860113344.jpeg

স্টাফ রিপোর্টার,ইমদাদুল ইসলাম:-
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে হবিগঞ্জ জেলার ২ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন বিএনপির দুই নেতা।

চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান ঘোড়া প্রতীক নিয়ে ৫৭ হাজর ৬৫৪টি ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীকে নির্বাচন করা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু তাহের পেয়েছেন ৪৬ হাজার ২১৯টি ভোট পেয়েছেন। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৯০৮।

এদিকে মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে শিল্পপতি বিএনপির বহিষ্কৃত প্রার্থী জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ শাহজাহান ঘোড়া প্রতীক নিয়ে ৬২ হাজার ৪৮২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীকে নির্বাচন করা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারমান জাকির হোসেন চৌধুরী অসীম পেয়েছেন ৩৭ হাজার ৭৮৬ ভোট পেয়েছেন। মাধবপুরে মোট ভোটার ২ লাখ ৭২ হাজার ৭৬৫।

বুধবার (৫জুন) রাতে দুই উপজেলার নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে ফল ঘোষণা করেন। জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলে বিকাল ৪টা পর্যন্ত।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top