খ্রিষ্টান ধর্মের শুভ বড়দিন উদ্‌যাপন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হলো।

Messenger_creation_509309372159730.jpeg

স্টাফ রিপোর্টার,ডেভিড সাহা:-

রোজ বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ খ্রিষ্টান ধর্মের শুভ বড়দিন উদ্‌যাপন উপলক্ষ্যে সদর থানাধীন খ্রিষ্টান ধর্মের প্রতিনিধি এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে বান্দরবান পার্বত্য জেলার সকল থানার অফিসার ইনচার্জ, তদন্ত কেন্দ্র, ফাঁড়ির ইনচার্জগণ ও খ্রিষ্টান ধর্মের স্থানীয় প্রতিনিধিদের সাথে পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় পুলিশ সুপার মহোদয় প্রতিনিধিদের বক্তব্য এবং মতামত মনোযোগ সহকারে শুনেন। পুলিশ সুপার প্রতিনিধিদের আলোচনার পরিপ্রেক্ষিতে বলেন-আনন্দঘন ও উৎসবের সাথে বড়দিন পালন করার জন্য বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সার্বিক নিরাপত্তা গ্রহণ করেছে। পুলিশ সুপার আরো বলেন প্রত্যেক গির্জায় স্বেচ্ছাসেবক রাখতে হবে এবং তাদের সাথে আইডিকার্ড রাখতে হবে। সার্বিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ গির্জা এবং অনুষ্ঠান সমূহে সিসি ক্যামেরার ব্যবস্থা করার পরামর্শ ও দেন তিনি।
প্রয়োজনে জরুরি সেবা পেতে- জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং বান্দরবান পার্বত্য জেলার কন্ট্রোল রুম ০১৩২০-১১০৮৯৮ ও থানার অফিসার ইনচার্জের নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেন।
উক্ত মতবিনিময় সভায় বান্দরবান পার্বত্য জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও খ্রিষ্টান ধর্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top