আবদুল হান্নান হীরা, চট্টগ্রাম ব্যুরো প্রধান : মুজিববর্ষ ৪র্থ নাহার এগ্রো প্রফেশনাল গল্ফ টুর্নামেন্ট অনুষ্ঠিত। ৪র্থ বারের মত নাহার এগ্রো প্রফেশনাল গল্ফ টুর্নামেন্ট ২০২২ ভাটিয়ারী গল্ফ এন্ড কাণ্ট্রি ক্লাবে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রফেশনাল গল্ফারদের দক্ষতা ও নৈপূণ্য বৃদ্ধি করার লক্ষে নাহার এগ্রো গ্রুপ ৪র্থ বারের মত বিজিসিসি এর সাথে সহযোগিতা করে। এই টুর্নামেন্টে দেশ সেরা ৬৯ জন অ্যামেচার, ১৫ জন সহ মোট ৮৪ জন অ্যামেচার অংশ গ্রহণ করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বি এ এফ জহুরুল হক ও শাহীন গল্ফ এন্ড কান্ট্রি ক্লাব এর প্রেসিডেন্ট, এয়ার কমান্ডিং অফিসার, এয়ার ভাইস মার্শাল মো: জাহিদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন নাহার এগ্রো গ্রুপের ম্যানেজিং ডিরেক্ট মোঃ রাকিবুর রহমান টুটুল, বাংলাদেশ প্রফেশনাল গল্ফ এসোসিয়েশনের সভাপতি লেঃকর্ণেল মোঃ আব্দুল ওয়াহেদ (অবঃ), ভাটিয়ারি গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট (অর্থ ও প্রশাসন) ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম শেফাউল কবীর।
আরো উপস্থিত ছিলেন বিজিসিসি’র সদস্যগণ, উর্ধ্বতনসামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ। এই টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে ১০ লক্ষ টাকার প্রাইজমানি প্রদান করা হয়। টুর্নামেন্টে পার থেকে ১৬ কম খেলে জামাল হোসেন মোল্লাহ উইনার, পার থেকে ০৪ কম খেলে বাদল হোসাইন রানার্স-আপ, পার থেকে ০৪ কম খেলে মো: আকবর হোসাইন সেকেন্ড রানার্স-আপ এবং পার থেকে ১৩ বেশি খেলে মো: শামীম অ্যামেচার চ্যাম্পিয়ন হয়।
পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানটি পরিচালনা করেন কর্ণেল মো: মামুনুর রশিদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান, টুর্ণামেন্ট কমিটি, ভাটিয়ারী গল্ফ এন্ড কানিট্র ক্লাব।