মোঃ জুয়েল রানা, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার তিতাসে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লা উত্তর ও তিতাস উপজেলা যুবলীগ।
বুধবার (১৭ আগস্ট) সকাল ১০ টায় কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সারওয়ার হোসেন বাবুর নেতৃত্ব এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স গেইট সংলগ্ন যুবলীগের অস্থায়ী কার্য়ালয় এর সামনে থেকে বের হয়ে গৌরিপুর টু হোমনা সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাবেশ করেন।
এসময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, যুগ্ম আহ্বায়ক মকবুল মাহমুদ প্রধান, নাজমুল হাসান কিরনসহ কুমিল্লা উত্তর জেলা ও তিতাস উপজেলা যুবলীগের সকল ইউনিটের সর্বস্তরের নেতাকর্মীরা।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ই আগস্ট, বাংলাদেশের ৬৩টি জেলায় একযোগে বোমা হামলা হয়। একসাথে হামলার মাধ্যমে দেশে নিজেদের সংঘবদ্ধ উপস্থিতির ঘোষণা করেছিলো জঙ্গি জেএমবি।