সাভারে আশুলিয়া টুরিস্ট পুলিশ এর অফিস উদ্বোধন।

received_1157472068532873.jpeg

মোঃ সোহেল রানা :-

রিস্ট পুলিশ প্রধান আবু কালাম সিদ্দিক বলেছেন, পার্বত্য অঞ্চলে বিচ্ছিন্ন ঘটনায় বাংলাদেশে কোনো প্রভাব পড়বেনা। পার্বত্য এলাকায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করছে। এতে পুলিশ পয়েন্টেও কোনো রকম ইফেক্ট পড়বেনা।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে সাভারের আশুলিয়ায় ট্যুরিস্ট পুলিশের সাব অফিস উদ্বোধন করতে এসে তিনি এ কথা বলেন

এ সময় তিনি বলেন, আমি পার্বত্য এলাকায় পুলিশ সুপার ছিলাম। আমি দেখেছি, ওই অঞ্চলে এমন সামান্য বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। ওখানে যৌথবাহিনী অপারেশন চালাচ্ছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে। খুব দ্রুত ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ ।

আবু কালাম সিদ্দিক আরও বলেন, ২০ জন পুলিশ সদস্য নিয়ে আশুলিয়া ট্যুরিস্ট পুলিশের সাব অফিসের কার্যক্রম শুরু হলো। সাভার আশুলিয়া ও ধামরাই এলাকায় বেশ কিছু বিনোদন পার্কসহ হোটেল স্পট আছে। আমাদের ট্যুরিস্ট পুলিশ এই বিনোদন কেন্দ্রগুলোতে আসা দেশি-বিদেশি পর্যটক ও আগত দর্শনার্থীদের নিরাপত্তা দিয়ে থাকেন। এই নিরাপত্তার জন্য বাংলাদেশে ১২৫টি পুলিশ পয়েন্টের মাধ্যমে নিরাপত্তা প্রদান করে আসছি। যেহেতু সামনে পহেলা বৈশাখ, আমাদের বড় ফেস্টিভ্যাল। এই অনুপাতে আমরা নিরাপত্তা প্লান করেছি। এই প্লানেই সবাইকে সহযোগিতা প্রদান করবো। পাশাপাশি যারা বিনোদন কেন্দ্রে আসবে তাদের সঙ্গে যেন কোনোরকম হেসিং না হয়, এবিষয়ে ট্যুরিস্ট পুলিশ সতর্ক থাকবে। তারপরও যদি পর্যটকদের সাথে কোনো কিছু হয়, তাহলে আমাদের জরুরি সেবা নাম্বার আছে। কল করে জানালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবো

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত ডিআইজি আবু সুফিয়ান, ট্যুরিস্ট পুলিশের ঢাকা রিজিয়নের পুলিশ সুপার নাইমুল হক, ঢাকা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোমেনা আক্তার, আশুলিয়া সাব অফিস ইনচার্জ মনিরুল হক ডাবলু সহ রাজনীতিবিদ, সাংস্কৃতিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top