জহিরুল ইসলাম, নবীনগর:
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার করিমগঞ্জের দাস পাড়া থেকে বিপুল পরিমানে মাদকসহ অপু মিয়া (২৪) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।নবীনগর উপজেলার সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির এস আই আব্দুল মোনাফ ও এ এস আই স্বপন কুমার দাশ সহ থানার অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে ২২ ডিসেম্বর রবিবার রাতে অভিযান পরিচালনা করে ৩৮ বোতল বটকা, ১২ বোতল ফেন্সিড্যাল, ১২ বোতল সিগনেচার, ৪৬ বোতল ম্যাক ডোনালস, ১ কেজি গাঁজা ও ৪ টি মোবাইল সেট সহ অপু মিয়াকে গ্রেফতার করেছে। গোপন সংবাদ পাওয়া গিয়েছিলে যে, থার্টি ফার্স্ট নাইট এর জন্য বিপুল পরিমানে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে মাদক আনা হয়েছে। আসামিকে জিজ্ঞাসাবাদে তার সত্যতা পাওয়া গেছে।নবীনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, আসামীসহ মাদক জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক গ্রেফতারের সত্যতা স্বীকার করেছেন।