মু.জিল্লুর রহমান জুয়েল,ষ্টাফ রিপোর্টার :
পটুয়াখালীর গলাচিপায় সারা দেশের সাথে সংগতি রেখে আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসনে ক্যাডারভিত্তিক মন্ত্রণালয় সহ উপসচিব হতে তদুর্ধ্ব পদে শতভাগ মেধার ভিত্তিতে নিয়োগের দাবীতে ২৩ ডিসেম্বর সোমবার উপজেলার কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত কলম বিরতি পালন করেন গলাচিপা উপজেলার আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের বিসিএস ক্যাডার কর্মকর্তাবৃন্দ।
এসম তারা বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও একটি বিশেষ ক্যাডার ব্যতীত অন্যান্য ক্যাডাররা বৈষম্যের স্বীকার। তাদেরকে সঠিক সময়ে পদোন্নতি সহ অন্যান্য সুবিধাদি দেয়া হচ্ছে না। শুধু তা’ই নয়, একটি পদোন্নতি পেতেই ১০-১৫ বছর চলে যাচ্ছে। তাই বৈষম্যহীন বাংলাদেশে তারা এই ক্যাডার বৈষম্যের নিরসন চান এবং সকল ক্যাডারের সমতা নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে চান।
১ ঘন্টার কলম বিরতি কর্মসূচীতে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী গণমাধ্যম বৃন্দদের বলেন, আমাদের মূল দাবী যার যার মন্ত্রণালয় তার তার অথবা আমাদের যে উপসচিব থেকে তদূর্ধ্ব পদে যে নিয়োগ তা মেধার ভিত্তিতে দেয়া হোক। বর্তমানে আমাদের যে ২৫% কোটা আছে তাও কার্যকর নেই বললেই চলে। প্রশাসন ক্যাডার ব্যতীত অন্যান্য সকল ক্যাডারের কর্মকর্তারা বিভিন্নভাবে বঞ্চিত। আমাদের একেক জন এক পদে দীর্ঘদিন থাকতে হয়। একটি প্রোমোশনের ধাপের যে সময় তার ডাবল সময় পার হলেও প্রোমোশন আর হয়না। তাই আমরা চাচ্ছি যে, সব ক্যাডারের সবাই যোগ্যতার ভিত্তিতে সমানভাবে প্রোমোশন ও পদায়ন পাবে।’
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ সজল দাস, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আকরামুজ্জামান প্রমুখ।