মো ইদ্রিস শালিক, স্টাফ রিপোর্টার:-
অদ্য ১৮/০৮/২৩ তারিখ কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা দায়িত্বভার গ্রহন করেন। শুক্রবার বিকেল ৩টায় পৌরসভার সম্মেলন কক্ষে বিদায় সংবর্দনা ও নতুনদের বরণ অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ শাহিন ইমরান, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম।জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম।বর্তমান মেয়র মাহবুর রহমান চৌধুরী মাবু।এবং নবনির্বাচিত কাউন্সিলর বৃন্দ থেকে শুরু করে ১২ টি ওয়ার্ডের সামাজিক নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠন।
পৌরসভার মেয়র মুজিবুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক পত্র মারফত তথ্য থেকে জানতে পারি। ইতোমধ্যে এ লক্ষেরও অদিক পৌরসভার পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানা যায়।গেলো ১২ জুন অনুষ্ঠিত হয় কক্সবাজার পৌরসভা নির্বাচন। তাতে মেয়র নির্বাচিত হয় মাহাবুবুর রহমান চৌধুরী মাবু।
এসময় অনুষ্ঠানে বক্তব্যকাল প্যানেল মেয়র,হেলাল কবির বলেন।৫৪ বছরে সেরা উন্নয়ন করেছে মেয়র মুজিবুর রহমান।তিনি বীর বেশে এনেছিলেন বিদায়কালে ও বীর বেশে যাবে।নজিবুল ইসলাম বলেন
ভবিষ্যতে কক্সবাজার নগরীকে সিটি কর্পোরেশনে রুপ দেওয়ার সম্ভাবনা বৃদ্ধমান।অ্যাডভোকেট ফরিদুল ইসলাম বলেন।যতদিন পর্যন্ত শহরের বাজার ঘাটার জলবদ্ধতা নিরেশন করা যাবে না,ততদিন কক্সবাজারকে ড্রিম সিটিতে রূপান্তর করা সম্ভব নয়।এসময় মেয়র মুজিবুর রহমান চৌধুরী পৌরবাসীর উদ্দেশ্যে বলেন,আমি হাতজোড় করে বলতেছি।কক্সবাজারে বসবাসরত নাগরিকবৃন্দ পৌরসভার ড্রেনে কাছভাঙগা,ফেলবেন না কারণ পৌরসভাতে যারা কাজ করে তারা খুবই মধ্যবিত্ত এবং গরিব পরিবারের সন্তান, তারা ড্রেনে কাজ করতে নামলে অনেকে কাঁচের গ্লাসে আহত হয়ে যায়।