ঢাকার আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীর উপদ্রুপ

received_1120497695739154.jpeg

রিপোর্টার,মোঃ মাজেদুল ইসলাম:-
ঢাকার আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীর কতৃক চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ, চাঁদাবাজি, হত্যা চেষ্টা ও খুনসহ বাড়ছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড। গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র‌্যাবের অভিযানে কিশোর গ্যাং মাদক সন্ত্রাসী ও ছিনতাইকারীসহ অপরাধীদের আটক করা হলেও তারা আদালত থেকে জামিনে এসে আবারও সেই অপরাধমূলক কর্মকাণ্ড করছে।

রবিবার (১৯ মে ২০২৪ইং) রাত ৮টার দিকে ঢাকার আশুলিয়া থানাধীন জামগড়া (ক্রাইম জোন এলাকা রূপায়ন আবাসন—১ এর পূর্ব পাশে মোঃ আমিনুর এর বাড়ির ভাড়াটিয়া পোশাক শ্রমিক মোঃ মানিক মিয়া (৩৫) কে কুপিয়ে এবং পেটে ছুরি মেরে ভুড়ী বের করে হত্যার চেষ্টা করে মৃত ভেবে ফেলে যায়। স্থানীয়রা জানায়, কিশোর গ্যাং মাদক সন্ত্রাস বাহিনীর ১৫—২০ জনের একটি দল পিস্তল ও চাকু ছুরিসহ দেশীয় অস্ত্র নিয়ে এসে মানিক এর উপর হামলা করে মৃত ভেবে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। অনেকেই জানান, ভিকটিমের উপর হামলা করে কুপানোর সময় তার ডাক চিৎকারে লোকজন ছুঁটে আসলে তাকে মৃত ভেবে ফেলে চলে যায় সন্ত্রাসীরা। এরপর প্রতিবেশীসহ লোকজন ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নেওয়া হলে আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়।

উক্ত আশুলিয়ার জামগড়া রূপায়ন মাঠের আশপাশে ১৫—২০ জনের পৃথক কিশোর গ্যাং দেশীয় অস্ত্র চাকু ছুরি ও দা নিয়ে প্রায়ই মহরা দিতে দেখা যায় বলে অনেকেই জানান, এই কিশোর গ্যাং আতঙ্ক পুরো এলাকাজুড়ে। অন্যদিকে কিশোর গ্যাং বাহিনীর আরো একটি হামলার ঘটনায় গত (১৩ আগস্ট ২০২৩ইং) তারিখ রাতে একটি গ্রুপের পক্ষে মামলা করার জন্য আশুলিয়া থানায় অভিযোগ করেছেন লুৎফর সরকারের ছেলে রবিন সরকার (২১)।

সূত্রে জানা গেছে, ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জিরাবো আনন্দ বাজার, কুন্ডলবাগ এলাকার স্থানীয় বিপ্লব এর ছেলে রাকিব (২২) ও রবিন সরকার (২১) এই দুই গ্রুপের সাথে মাদক সেবন ও মাদক ব্যবসা বিস্তার নিয়ে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। উক্ত এলাকায় প্রায় শতাধিক কিশোর গ্যাং মাদক সন্ত্রাসী সক্রিয় ভাবে চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, ফিটিংবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top