মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি:
২১ আগষ্ট রাষ্ট্র নায়ক শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে নারকীয় গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছেন গাজীপুর মহানগর যুবলীগ।
সোমবার দুপুরে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের আয়োজনে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একটি মাদ্রাসায় এ দোয়া ও আলোচনা সভা হয় ।
মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে দোয়া মাহফিল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ শান্ত বাবু, যুবলীগ নেতা আতিকুর রহমান খান রাহাত, সাবেক সদর থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ সরকার পাপেল,১৫ নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির,২৩ নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক সাখাওয়াত হোসেন,২১ নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক এমারত হোসেন,১৪ নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক আমিরুল ইসলামসহ মহানগর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করা হয় এবং শতাধিক মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।