তিতাসে সড়ক এবং পানি পথে নিরাপত্তা বিষয়ক গণসচেতনতা মূলক কর্মশালা

received_568719738439573.jpeg

মোঃ জুয়েল রানা, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার তিতাসে সড়কে নিরাপত্তা, পানিতে ডুব দেওয়া এবং পানি পথে নিরাপত্তার জন্য গণসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার কড়িকান্দি ইউনিয়ন পরিষদে লাইফস্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর আয়োজনে ও জেলা সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে সড়কে চলাচলে নিরাপত্তা, পুকুরে গোসল করতে গিয়ে সাঁতারসহ পানি পথে দুর্ঘটনায় করণীয় ও নিরাপত্তা, বিভিন্ন প্রাণীর হাত থেকে রক্ষা ও করণীয় বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে তিতাস উপজেলার কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সরফরাজ হোসেন খান, জেলা সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দিন, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাহিক আহমেদ, ইউপি সদস্যগণ, ইমাম ও সাংবাদিকবৃন্দ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top