মো:ফিরোজ, বাউফল, পটুয়াখালী :
বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের দরিয়াবাদ গ্রামের সোহাগ মৃধা (৩৮) নামে এক যুবলীগ কর্মীকে বৃহস্পতিবার দিবাগত রাতে (১২জানুয়ারি) গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অটো রিক্সা ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। সোহাগের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সোহাগ মৃধা দরিয়াবাদ গ্রামের বাসিন্দা মোঃ খলিলুর রহমান মৃধার ছেলে। স্থানীয়ভাবে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
জানা গেছে, একটি ব্যাটারি চালিত অটোরিকশা ছিনিয়ে নেয়ার মামলায় সোহাগ মৃধা আসামী। ওই মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়। এ ছাড়াও সোহাগের বিরুদ্ধে একটি মারামারির মামলায় পটুয়াখালী আদালত এক মাসের কারাদন্ড অনাদায়ে চার হাজার টাকা জরিমানা প্রদান করেন
বাউফল থানার ওসি আল মামুন বলেন,‘তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পারোয়ানা আছে। তাই তাঁকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’