স্টাফ রিপোর্টারঃ
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম কাজলের বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেছে যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাব।
১১ জানুয়ারি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে তাকে যাত্রাবাড়ী থানা হতে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় বদলী করা হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) রাত ৯টায় যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাবের উদ্যোগে বিদায়ী ওসি কে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম কাজল, পুলিশ পরিদর্শক (আপারেশন) জাকির হোসেন, যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃশফিকুল ইসলাম সাদ্দাম, যুগ্ম সম্পাদক মশিউর রহমান সুজন, অর্থ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম পারভেজ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ শরিফুল হক, প্রচার সম্পাদক অমরঞ্জন মজুমদার, নির্বাহী সদস্য আরিফুল রহমান, সাংবাদিক ফকির জাকির মাহমুদ,সাংবাদিক আকাশ সিকদার।
উল্লেখ্য, সদ্য বিদায়ী যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম কাজল তেজগাঁও শিল্পাঞ্চল থানা যোগদান করবেন ও নবাগত যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল আলম শ্যামপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব ছিলেন। সেখান থেকে তাকে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলী করা হয়।