রেজোয়ান আহমেদ :-
গত ৪০ বছরের রেকর্ড ভেঙে ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমার অন্তত ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফেনিতে।
নোয়াখালী ও লক্ষ্মীপুর এর অবস্থা ভয়াবহ। লক্ষ্মীপুরের কমলনগর, রামগতি, সহ রায়পুর উপজেলার নদীর পার্শ্ববর্তী এলাকা গুলো বন্যার পানিতে ডুবে গেছে বাড়ি ঘর। ওই স্থানের মানুষ নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে অবস্থানরত রয়েছে।
ভারতের ত্রিপুরায় অবস্থিত ড’ম্বু’র হাইড্রইলেক্ট্রিক পাওয়ার প্রজেক্ট বা ড’ম্বু:র গেট খুলে দেয়া হয়েছে। সর্বশেষ ১৯৯৩ সালে ভারত এই গেট খুলে দিয়েছিল।
যার ফলে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা অঞ্চল বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। পানি বন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ।