মুন্সীগঞ্জ সদর উত্তর ইসলামপুর ৭ নং ওয়ার্ডে নতুন রাস্তার শুভ উদ্বোধন

275178502_345483104151198_1469159042685780160_n.jpg

মোঃ‌ লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জ সদর উত্তর ইসলামপুর ৭ নং ওয়ার্ডে নতুন রাস্তার শুভ উদ্বোধন। গত (৪ মার্চ)রোজ শুক্রবার সকাল ১২: টায় মুন্সীগঞ্জ সদর উত্তর ইসলামপুর ৭ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর এর উদ্যোগে শফিকুল হাসান তুষার এর কার্যালয় হতে কালু সর্দারের বাড়ী পযর্ন্ত নতুন রাস্তার শুভ উদ্বোধন করা হয়। এই রাস্তাটির জন‍্য উত্তর ইসলামপুর ৭ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ও গ্রামবাসীর কিছুটা স্বপ্ন আজ বাস্তবায়ন হলো।

শুভ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব মেয়র,মুন্সীগঞ্জ পৌরসভা,আরো উপস্থিত ছিলেন প‍্যানেল মেয়র মো:সোহেল রানা রানু, বিশিষ্ট ব‍্যবসায়ি ও সমাজসেবক আজিজুল হক রাজু, আসেদ আলী মাদবর, আ:হাই অভি হাসান জুয়েল পাঠান সিরিজ পাঠান সহ এলাকার গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top