মাদারীপুর প্রতিনিধি,মোঃ হেমায়েত হোসেন খান:
মাদারীপুরের ডাসারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ডাসার উপজেলা প্রশাসনের উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার ৫ ই আগষ্ট সকালে ডাসার উপজেলা সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, আজ শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে, সকালে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে আলোচনা সভায় ডাসার উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম হাওলাদার, সরকারি শেখ হাসিনা একাডেমি এ্যান্ড উইমেন্স কলেজের অধ্যক্ষ মুন্নি জাকিয়া সুলতানা, ডি.কে.আইডিয়াল সৈয়দ আতাহার আলী কলেজ এ্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ড.খন্দকার মোহাম্মদ সোহেল, শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দূর্লভ আনন্দ বাড়ৈ, ডাসার থানা অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান ও বালিগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান খাঁন। এসময় বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।