গাজীপুরে সাংবাদিক মেহেদী হাসানসহ ৩ জনের ওপর হামলা,আহত-৩

received_911221627420029.jpeg

রিপোর্টার,মো:আব্দুল হামিদ:-
গাজীপুর জেলার নলজানি এলাকার, সার্ডি রোডের সামনে সাংবাদিকের উপর অতর্কিত হামলা হয়েছে। ভুক্তভোগী সাংবাদিকের নাম মেহেদী হাসান। বর্তমানে তিনি দৈনিক সবুজ বাংলা পত্রিকায় গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
সোমবার আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেল যোগে, বড় দুই ভাই নিয়ে গাজীপুর জেলা কারাগার হইতে চান্দনা চৌরাস্তা আসার উদ্দেশ্যে রওনা হইলে , তিনটি মোটরসাইকেল যোগে ৬ থেকে ৭ জন অতর্কিত হামলা করে। হামলায় সাংবাদিক মেহেদী বেশ আহত হন। সাথে থাকা আরও দু’জন গুরুতর আহত হন। হামলাকালে ভুক্তভোগীদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করান। এবং পুলিশকে খবর দিলে ভুক্তভোগী সাংবাদিকদের পুলিশ উদ্ধার করে। আহত সাংবাদিক মেহেদী হাসান জানান, হামলাকারীদের মধ্যে ৪ জনকে চিনতে পারলেও অন্যান্য ৩/৪ জনকে চিনতে পারেনি। তিনি আরও জানান,ঘটনা ঘটার পরে খোঁজ-খবর নিয়ে জানা যায় গাজীপুরের কোনো এক আওয়ামীলীগ নেতার অপকর্মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর এই অতর্কিত হামলা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ। গাজীপুরে স্থানীয় এই সাংবাদিকদের উপর অতর্কিত হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top