সিলেটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন যুবলীগ নেতা সারওয়ার হোসেন বাবু

received_558909865820632.jpeg

মোঃ জুয়েল রানা, স্টাফ রিপোর্টারঃ
সিলেটে আকস্মিক বন্যায় পানি বন্দী মানুষের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সারওয়ার হোসেন বাবু।

রবিবার (১৯ জুন) সন্ধ্যায় সিলেটে নুরজাহান মেমোরিয়াল মহিলা কলেজ, লাওয়াই ও সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ৬০০ জন বন্যায় পানি বন্দী মানুষের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণের মধ্যে ছিলো ১ কেজি চিড়া, ১ কেজি মুড়ি, ২ লিটার বোতল পানি, ২৫০ গ্রাম গুড় ও ৫ প্যাকেট এসএমসি ওরস্যালাইন।

বিতরণ কালে সফর সঙ্গী হিসেবে নজরুল ইসলাম কাজল, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ইকবাল হোসেন রুবেল, মশিউর রহমান সুমন, সাতানী ইউনিয়ন যুবলীগের সভাপতি লিটন মিয়া, ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম মিয়া, ইশতিয়াক আহমেদ আনিছ, শাহপরান ও এলাহীসহ সিলেট যুবলীগের নেতাকর্মী।

ত্রাণ বিতরণকালে সারওয়ার হোসেন বাবু বলেন, যুবলীগ সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের সঙ্কটকালীন সময়ে যুবলীগের অবদান ইতিহাসের পাতায় পাতায়। তিনি বলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে কুমিল্লা উত্তর জেলা যুবলীগ অতীতের ন্যায় সিলেট পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করছি। তিনি আরো বলেন শুধু সিলেটে নয় সারাদেশে যেকোনো দূর্যোগময় সময়ে কুমিল্লা উত্তর জেলা যুবলীগ মানুষের পাশে ছিলো আগামীতে ও থাকবে। তিনি পানিবন্দী মানুষের পাশে দাড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানান।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top