গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে সাংবাদিক কন্যা আল‌ভি খাঁন

received_740207043654477.jpeg

মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপ‌জেলার ধীপুর ইউ‌নিয়‌নের ধীপুর সরকা‌রি প্রাঃ বিদ‌্যালয় থে‌কে পঞ্চম শ্রেনী‌তে মোসাম্মদ আল‌ভি আক্তার গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সর্বমোট ৬৫৪
নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে।

আলভ‌ি মুন্সীগঞ্জ জেলা অলনাইন প্রেস ক্লা‌বের ক্রিয়া সম্পাদক, দৈ‌নিক প্রতি‌দি‌নের কাগজ‌ের টঙ্গীবাড়ী উপ‌জেলার প্রতি‌নি‌ধি ও অনলাইন নিউজ পোটাল‌ বিড‌ি‌সি ক্রাইম বার্তার ষ্টাফ রি‌পোটার মোঃকা‌দির খাঁন‌ের একমাত্র কন‌্যা ।

তার এ ফলাফলের জন্য বাবা-মা ছাড়াও বিদ‌্যাল‌রের শিক্ষক ও প্রাইভেট শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলের দোয়া প্রার্থনা করেছে মোসাম্মদ আল‌ভি আক্তার ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top