ভোলায় ১ হাজার ৯৬ কোটি টাকার তীর সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

IMG-20230526-WA0000.jpg

বেনু পাল, ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহন-তজুমদ্দিনে উপজেলার ১ হাজার ৯৬ কোটি টাকা ব্যয়ে উপকূলীয় বাঁধ উন্নয়ন ও তীর সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। তিনি আজ বৃহস্পতিবার দুপুরে ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীর বেড়িবাঁধ এলাকায় এ প্রকল্পের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে তজুমদ্দিন উপজেলা বাজারে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশে অর্থনৈতিক মন্দা চলছে, যেখানে নিত্যপণ্যের মূল্য বেড়ে গেছে, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোলার ১ হাজার ৯৬ কোটি টাকার এ প্রকল্প অনুমোদন দিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছে।

তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করছি। তবে যদি নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করা না হয়, তাহলে সকল উন্নয়ন ভেস্তে যাবে।

তিনি এসময় উল্লেখ করে বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার আমলের গ্ৰহণ করা অনেক প্রকল্প বন্ধ করে দিয়েছিল। তাই এ ১ হাজার ৯৬ কোটি টাকার তীর সংরক্ষণ প্রকল্পের কাজের বাস্তবায়ন করতে হলে অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান মন্ত্রী।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top